শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:১১, ২ মে ২০২৫ | আপডেট: ১৫:৩৪, ২ মে ২০২৫
কমলনগরে মহান মে দিবসের সমাবেশে অতিথিরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
এর আগে নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিক সমাবেশে লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সাংসদ এবি.এম. আশরাফ উদ্দিন নিজানকে ফের বিএনপির প্রার্থী হিসেবে পেতে গণজোয়ার সৃষ্টি হয়৷
কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনে, জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম. দিদার হোসেন, সদস্য আব্দুল ওদুদ হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া প্রমুখ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “আমাদেরকে কঠিন ইস্পাতের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে শ্রমিকদেরকেও ভূমিকা রাখতে হবে। আগামি নির্বাচনে সাবেক সংসদ সদস্য এবি.এম. আশরাফ উদ্দিন নিজানকে পুনঃরায় নির্বাচিত করার জন্য সবাইকে কাজ করতে হবে। এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা নিজানকে সংসদ সদস্য নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ