শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫০, ৩ মে ২০২৫ | আপডেট: ০৯:৫২, ৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
সকাল থেকেই শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও সমাবেশে অংশ নিতে এসেছেন অনেকেই।
সমাবেশের আগের দিন শুক্রবার (২ মে) বিকেলে মঞ্চ ও মাঠ পরিদর্শন করেন হেফাজতের শীর্ষ নেতারা। তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ঢাকার বাইরে থেকে আসা অংশগ্রহণকারীদের নির্ধারিত তিনটি প্রবেশপথ দিয়ে সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ করেন।
সংগঠনের নেতারা জানান, রমজান মাসেই ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা ছিল। সে সময় ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়—নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং ২০১৩ সালের ‘শাপলা চত্বরের ঘটনায়’ গণহত্যার বিচার দাবি।
হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘সরকার যদি এখন মামলা প্রত্যাহার না করে, তাহলে নির্বাচন-পরবর্তী সরকার এসব মামলা রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে। তাই আমরা মনে করছি, নির্বাচনের আবহে না গিয়ে এখনই নিজেদের দাবি তুলে ধরাই শ্রেয়।’
তিনি আরও বলেন, ‘সরকার তো নানা মহলের দাবি মানছে, আমাদের দাবিগুলো মানতেও কোনো বাধা নেই।’
হেফাজতের চার দফা দাবি:
১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে ‘বহুত্ববাদ’-এর পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ঘটনাসহ সকল ‘গণহত্যার’ বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের বিরুদ্ধে ‘গণহত্যা ও নিপীড়ন’ বন্ধে সরকারের কার্যকর ভূমিকা।
ঢাকা এক্সপ্রেস/ বিডি