শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৪, ৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
শফিকুর রহমান বলেন, আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এই সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না।
জামায়াতের আমির বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২৬ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। এই অর্থ কীভাবে পাচার করা হলো তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা দরকার।
জামায়াতের আমির আরো বলেন, এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের তিন ভাগের দুই ভাগ রোজা থাকবে। সে সময়ে নির্বাচন সম্ভব নয়।
নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি।
জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে। তাই সরকারকে জনবিরোধী কোনো কাজ না করার আহ্বানও জানান জামায়াত আমির।
ঢাকা এক্সপ্রেস/আরইউ