ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

কিশোর ইয়াছিন হত্যা: কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১:২৮, ৪ মে ২০২৫

কিশোর ইয়াছিন হত্যা: কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক 

পুলিশের হাতে আটক কিশোর গ্যাংয়ের দুই সদস্য। ছবি: ঢাকা এক্সপ্রেস 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের মৃত লতিফ শেখের ছেলে ওসমান (১৬) ও জামালপুরের বুলুর ছেলে আব্দুল (১৬)। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

নিহত ইয়াসিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে নাসিক ৮ নং ওয়ার্ডের এনায়েত নগরের সুমন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। 

রোববার ( ৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম এর সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে শনিবার (৩ মে) দিবাগত রাতে জেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমানা এলাকার কুতুবপুর লাকি বাজার সংলগ্ন এনায়েত নগর ক্যানাল পাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। 

এ সময় কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাত করে অন্য কিশোররা দৌঁড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছেন।” 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন