ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
আসন্ন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Scroll
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই ছয়জনকে অব্যাহতি
Scroll
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন

সকালে ঢাবি ছাত্রদলের হল কমিটি, রাতে ছয়জনকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯:১২, ৯ আগস্ট ২০২৫

সকালে ঢাবি ছাত্রদলের হল কমিটি, রাতে ছয়জনকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই তথ্য গোপনের অভিযোগ ছয়জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেইজে ওই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অব্যাহতি পাওয়া ছয়জন হলেন– ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মন।

কমিটিতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রাকিবুল হাসান সৌরভকে। তিনি ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহ-সভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা হল ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক ছিলেন, যদিও তিনি চব্বিশের ১৭ জুলাই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন।

গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় জড়িয়ে বয়কট হওয়া আহমেদ জাবির মাহাম হাজী মুহম্মদ মুহসীন হলে কার্যনির্বাহী সদস্যের পদ পান। গত ৩ আগস্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রাজু শেখের খালেদা জিয়াকে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট ফেসবুকে স্ক্রিনশর্ট ছড়িয়েছে। এ ছাড়া শহীদুল্লাহ্ হলের যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক আলী শান্তকে পূর্বে ছাত্রলীগের কর্মসূচিতে দেখা যাওয়ার ছবি ছড়িয়ে পড়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ঘোষণার পর তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাসমূহের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং নতুন ১৮টি হল শাখার কমিটি গঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মধ্যেও ঘোষিত কমিটিতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন।

এরপর বিকালে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর পদ পাওয়া অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হল শাখাসমূহের নবগঠিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারো কারো বিষয়ে তথ্য গোপন রেখে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন তৈরি করার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনকে নিয়ে গঠিত ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়।

এরপর রাতে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয়জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হল।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন