শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:১৮, ৬ আগস্ট ২০২৫
মুক্তিজোটের সংগঠন প্রধান ও সা. সম্পাদক
বুধবার (৬ আগস্ট) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে তারা আরো জানান, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক, আমরা প্রথম থেকেই বলে আসছি-বিচার, সংস্কার ও নির্বাচন; এই তিনটি, এই সরকারের মূল কাজ। এখানে বিচার একটি চলমান প্রক্রিয়া, যা ইতোমধ্যে শুরু হয়েছে। আর সংস্কার সম্পন্ন করার জন্য জনগণের সম্মতি প্রয়োজন- তথা প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। অথচ যথাযথ নির্বাচিত সরকারের জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রয়োজন। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাতে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে, যা এই সরকারের একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ।’
অবিলম্বে নির্বাচনে সকলের সমান সুযোগ সৃষ্টিসহ নির্বাচনি প্রক্রিয়ার ওপরে যাতে জনগণের আস্থা ফিরে আসে, সে জন্য আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি করে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরী করা ও জনগণ যেন ভোট দিতে কেন্দ্রে আসে তার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে