শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০:০৪, ৬ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
বুধবার বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুনভাবে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। শহীদ কাইয়ুমের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে নির্মাণাধীন প্রথম হলটির নামকরণ শহীদ আব্দুল কাইয়ুম হল হিসেবে করা হয়েছে, যা তার প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কাইয়ুমের মতো তোমরাও দেশের, সমাজের এবং পরিবারের জন্য নিজেকে গড়ে তুলো একজন আদর্শ ও সচেতন নাগরিক হিসেবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অংশ হিসেবে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে আব্দুল কাইয়ুম ঢাকার সাভারে গুলিবিদ্ধ হন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হন। তার মৃত্যু গণআন্দোলনের এক বেদনাবিধুর স্মৃতি হয়ে আছে।
অনুষ্ঠানে সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে তার স্মৃতিচারণ করেন এবং দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে