ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
আ.লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী আটক
Scroll
রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি
Scroll
নারী ফুটবল: সাগরিকার জোড়া গোলে জয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের
Scroll
নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দ প্রায় ৩ হাজার কোটি টাকা
Scroll
তফসিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ দিল এনসিপি
Scroll
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে: সিইসি
Scroll
তফসিল দেওয়া হবে ভোটের দুই মাস আগে: সিইসি
Scroll
গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি
Scroll
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় ৩০ আসামির বিচার শুরু
Scroll
আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রয়াণবার্ষিকী
Scroll
হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ

কুবিতে শহীদ আব্দুল কাইয়ুমকে স্মরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:০৪, ৬ আগস্ট ২০২৫

কুবিতে শহীদ আব্দুল কাইয়ুমকে স্মরণ

ছবি: ঢকা এক্সপ্রেস

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ (এআইএস) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুনভাবে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। শহীদ কাইয়ুমের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে নির্মাণাধীন প্রথম হলটির নামকরণ শহীদ আব্দুল কাইয়ুম হল হিসেবে করা হয়েছে, যা তার প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রতীক।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কাইয়ুমের মতো তোমরাও দেশের, সমাজের এবং পরিবারের জন্য নিজেকে গড়ে তুলো একজন আদর্শ ও সচেতন নাগরিক হিসেবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অংশ হিসেবে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে আব্দুল কাইয়ুম ঢাকার সাভারে গুলিবিদ্ধ হন। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হন। তার মৃত্যু গণআন্দোলনের এক বেদনাবিধুর স্মৃতি হয়ে আছে।

অনুষ্ঠানে সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে তার স্মৃতিচারণ করেন এবং দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন