শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৫, ৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৫৬, ৬ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
বুধবার দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি ঘোষিত রূপরেখা দ্রুত বাস্তবায়িত হবে। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ২৮ দফা রূপরেখায় আপত্তি থাকা সত্ত্বেও তা স্বাগত জানিয়েছে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন, তাদের বলব রাজনীতির মাঠে আসুন, কর্মসূচি দিন, জনগণের পাশে দাঁড়ান। আমাদের ৩১ দফা আছে, আপনাদেরও যা কিছু আছে, তা তুলে ধরুন। শেষ কথা বলে জনগণই। তারা কখনো ষড়যন্ত্রের কাছে হার মানে না।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন।
এ ছাড়াও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিজয় র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে