ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
আ.লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী আটক
Scroll
রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি
Scroll
নারী ফুটবল: সাগরিকার জোড়া গোলে জয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের
Scroll
নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দ প্রায় ৩ হাজার কোটি টাকা
Scroll
তফসিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ দিল এনসিপি
Scroll
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে: সিইসি
Scroll
তফসিল দেওয়া হবে ভোটের দুই মাস আগে: সিইসি
Scroll
গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি
Scroll
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় ৩০ আসামির বিচার শুরু
Scroll
আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রয়াণবার্ষিকী
Scroll
হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ

বিগত চারটি নির্বাচনে জনগন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: ডা. জাহিদ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৫, ৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৫৬, ৬ আগস্ট ২০২৫

বিগত চারটি নির্বাচনে জনগন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি: ডা. জাহিদ

ছবি: ঢকা এক্সপ্রেস

গত বছরের ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত চারটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর মানুষ বুক ভরা আশা নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে।

বুধবার দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি ঘোষিত রূপরেখা দ্রুত বাস্তবায়িত হবে। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ২৮ দফা রূপরেখায় আপত্তি থাকা সত্ত্বেও তা স্বাগত জানিয়েছে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন, তাদের বলব রাজনীতির মাঠে আসুন, কর্মসূচি দিন, জনগণের পাশে দাঁড়ান। আমাদের ৩১ দফা আছে, আপনাদেরও যা কিছু আছে, তা তুলে ধরুন। শেষ কথা বলে জনগণই। তারা কখনো ষড়যন্ত্রের কাছে হার মানে না।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন।

এ ছাড়াও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিজয় র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন