ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দ প্রায় ৩ হাজার কোটি টাকা
Scroll
তফসিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ দিল এনসিপি
Scroll
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে: সিইসি
Scroll
তফসিল দেওয়া হবে ভোটের দুই মাস আগে: সিইসি
Scroll
গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি
Scroll
ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি
Scroll
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় ৩০ আসামির বিচার শুরু
Scroll
বিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু
Scroll
নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
Scroll
আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রয়াণবার্ষিকী
Scroll
হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ

সংস্কার ও নির্বাচন জরুরি হয়ে দাঁড়িয়েছে : এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪০, ৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:৪৪, ৬ আগস্ট ২০২৫

সংস্কার ও নির্বাচন জরুরি হয়ে দাঁড়িয়েছে : এ্যানি 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কার ও নির্বাচন জরুরি হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ও দেশের জনগণকে কিছু দিতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লক্ষ্মীপুরে জেলা বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি পূর্ব সমাবেশে তিনি একথা বলেন ।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচিত সরকার যখন আসবে, একদিকে যেমন গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে অন্যদিকে যে টার্গেট অর্জনের জন্য ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তা অর্জিত হবে। 

এ্যানি বলেন, এই সময়টা একটু ক্লান্তিকাল হলেও গণতন্ত্রের ভিতকে আরো বেশি শক্তিশালী করতে হবে। কারণ গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে চলছে। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। 

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। তারা দেশের ভিতর ও বাহিরে এখনো ষড়যন্ত্র করছে। এ বিষয় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে যে আমরা এক এবং ঐক্যবদ্ধ। 

তিনি আরো বলেন, বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা গঠন করা হবে। মিডিয়া কমিশন করব তথা সকলের সর্বসম্মতিক্রমে জাতীয় সরকার গঠন করা হবে। আর জাতীয় সরকার গঠনের জন্য  সুদৃঢ় ঐক্য খুবই জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ সহ অনেকে। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন