শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৬, ৬ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
অনুষ্ঠানে সুলতান নূর মুন্নু মোল্লার সভাপতিত্ব ও শহিদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নঈম আনসারী, সাবেক আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপি, তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আওসাহান হাব্বিব, যুগ্ম আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপি; অ্যাডভোকেট এবিএম সাত্তার, সাবেক সভাপতি গোয়ালন্দ পৌর বিএনপি; নাজিরুল ইসলাম তিতাস, সাবেক সদস্য সচিব গোয়ালন্দ উপজেলা বিএনপি । এই সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, ভারপ্রাপ্ত সভাপতি, গোয়ালন্দ পৌর বিএনপি; মুরাদ আল রেজা, আবুল কালাম আজাদ, মহন মণ্ডল, সাইফুর রহমান পারভেজ, এহি ফরিদ, থানা ছাত্রদল সভাপতি, রেজাউল হাচান মিঠু্; পৌর সভাপতি, মুক্তা মাহামদ; যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে এসেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। আজকের প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হতে হবে।
আলোচনা শেষে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে