ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
আ.লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ: মেজর সাদিকের স্ত্রী আটক
Scroll
রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি
Scroll
নারী ফুটবল: সাগরিকার জোড়া গোলে জয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের
Scroll
নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দ প্রায় ৩ হাজার কোটি টাকা
Scroll
তফসিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ দিল এনসিপি
Scroll
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে: সিইসি
Scroll
তফসিল দেওয়া হবে ভোটের দুই মাস আগে: সিইসি
Scroll
গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি
Scroll
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় ৩০ আসামির বিচার শুরু
Scroll
আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রয়াণবার্ষিকী
Scroll
হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ

দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ যেন না হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৬, ৬ আগস্ট ২০২৫

দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ যেন না হয়: তারেক রহমান

বিজয় র‍্যালি-পূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্নমত থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ বজায় থাকা জরুরি। বিশেষ করে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যেন দলগুলোর মধ্যে সম্পর্কচ্ছিন্ন না হয়, সেই দিকেই গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় র‍্যালি-পূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত বছরের জুলাইয়ে ঘোষিত গণ-আন্দোলনের বর্ষপূর্তিতে এই বিজয় র‌্যালির আয়োজন করে বিএনপি।

তারেক রহমান বলেন, ধর্ম, মত কিংবা দর্শন যেটাই হোক না কেন, রাষ্ট্র সবার। তাই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি। তিনি আরো বলেন, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি কেমন রাষ্ট্র ও রাজনীতি গড়তে চায়, তার একটি খসড়া রূপরেখা ইতোমধ্যেই ৩১ দফার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এ রূপরেখা বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা চাই আমরা।

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরূপ দিক তুলে ধরে তিনি বলেন, কে কোন রাজনৈতিক দলে আছেন, তা মুখ্য নয়। ফ্যাসিবাদী শাসনকালে আমরা কেউই নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানরাও নিরাপদ ছিল না। আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সব গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশকে এক বর্বর বন্দিখানায় পরিণত করা হয়েছিল।

গণতন্ত্র ও আইনের শাসনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে যদি গণতন্ত্র ও আইনের শাসন না থাকে, তাহলে নারী বা পুরুষ, সংখ্যালঘু বা সংখ্যাগুরু—কেউ নিরাপদ থাকতে পারবে না। তাই সুষ্ঠু রাজনীতি, মানবাধিকার এবং রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষায় গণতান্ত্রিক অধিকার চর্চার কোনো বিকল্প নেই। এই অধিকার আমাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান সদ্য ঘোষিত অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণা ও সম্ভাব্য নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানান।

এই বিজয় র‍্যালি-পূর্ব সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম। সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সমাবেশ শেষে বিকাল সাড়ে চারটায় নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু হয়। র‍্যালিতে শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার আশপাশের জেলার নেতাকর্মীরাও ব্যাপকসংখ্যায় অংশ নেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন ও স্লোগানে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীদের উপস্থিতি র‍্যালিতে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন