শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৯, ৫ আগস্ট ২০২৫
ছবি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রাতে দেওয়া এই ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের সর্বশেষ ও সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হচ্ছে—নির্বাচন আয়োজন। এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।’ ভাষণটি রাত ৮টা ২০ মিনিটে একযোগে সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।
এর আগে বিকালে তিনি জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এর মধ্য দিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও আগামী রোডম্যাপের মূল দিকনির্দেশনা দেন।
ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ই এখন অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। তিনি বলেন, ‘এই মহান দিবসে আপনারা যে ভাষণ শুনছেন, তা শুধু আনুষ্ঠানিক ঘোষণা নয়, এটি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পরবর্তী মাইলফলক।’
তিনি আরো জানান, আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এ জন্য তিনি প্রধান নির্বাচন কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন যথাসময়ে সেই দায়িত্ব পালনে প্রস্তুতি নেবে।
প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরবর্তী বড় ধাপ—নির্বাচনের জন্য প্রস্তুতির সূচনা হলো। এতে করে নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটেছে বলেই বিশ্লেষকদের অভিমত।
ঢাকা এক্সপ্রেস/ইউকে