শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৬, ৫ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (৫ আগস্ট) মাদারীপুরের কালকিনি উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আনিসুর রহমান খোকন বলেন, ‘বাবা হারানোর যন্ত্রণা একমাত্র তারেক রহমানই অনুভব করেন। মাত্র আট-দশ বছর বয়সে, চতুর্থ শ্রেণির ছাত্র থাকা অবস্থায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারান। সেই যন্ত্রণা আজও তাকে তাড়া করে।’
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, তারেক রহমান দেশে ফিরবেন, দেশের নেতৃত্ব দেবেন এবং শহীদ পরিবারের অভিভাবক হিসেবে আমাদের এক ছাতার নিচে একত্রিত করবেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ, রক্ত এবং স্বাধীনতার ঘোষণায় গঠিত এই দেশের নেতৃত্ব তারেক রহমানের হাতেই দেখতে চাই।’
বক্তব্যে তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, ‘একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সরকার পরিবর্তন হবে। সে নির্বাচনে জনগণ তারেক রহমানকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিজয় র্যালি বের করা হয়, যা কালকিনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ করে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে