শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:১০, ৫ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বজ্রপাতে পাওয়ার কন্ট্রোল রুমের এমসিবি বা পাওয়ার বোর্ড ও অনেকগুলো ইলেকট্রিক ক্যাবল পুড়ে গেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীদের কেউ ৩টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে কল করেন। খবর পেয়ে আমরা দ্রুত পানিবাহী ও উদ্ধারকারী গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার আগেই নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। বজ্রপাতে শর্টসার্কিট হয়ে তার পুড়ে গেছে বলেও জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে