শিরোনাম
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৬, ৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:২১, ৫ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাঁচামাল ও পঁচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে।
বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বানিজ্যিক কার্যক্রম শুরু হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে