শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪২, ৫ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এইচ এম আহসান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের জুলুম-নিপীড়নের অবসান ঘটিয়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটচোর স্বৈরশাসক শেখ হাসিনাকে অপসারণ করা হয়েছে। দেশে শান্তি প্রতিষ্ঠা ও সমাজের উন্নয়নে বিএনপি সবসময় জনগণের পাশে আছে। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চললেও কোনো ষড়যন্ত্রে বিএনপির ঐক্য বিনষ্ট করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে দেশ গড়তে হবে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে।
বক্তারা আরো বলেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের সকল অন্যায় ও দুর্নীতির বিচার বাংলার মাটিতেই করতে হবে।
সমাবেশ শুরুর আগে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন দোয়া পরিচালনা করেন। এ সময় হাজারো নেতাকর্মীর ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।
সমাবেশ শেষে বিজয় র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে