ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
ফেব্রুয়ারিতে রোজার আগে ভোট করতে ইসিকে ‘চিঠি দেবেন’ ইউনূস
Scroll
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক এনসিপির কেন্দ্রীয় নেতাদের
Scroll
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
Scroll
‘৫ আগস্ট’ হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
ই-রিটার্নে করদাতাদের ব্যাপক সাড়া, প্রথম দিন ১০ হাজার দাখিল
Scroll
গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
Scroll
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে
Scroll
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের

কাউখালীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪২, ৫ আগস্ট ২০২৫

কাউখালীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

ছবি: ঢাকা এক্সপ্রেস

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে সংঘটিত ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভারত পালনের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বিজয় র‌্যালি ও সমাবেশ আয়োজন করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এইচ এম আহসান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ ছাড়াও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত হোসেন তালুকদার, রফিকুল ইসলাম রফিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের জুলুম-নিপীড়নের অবসান ঘটিয়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটচোর স্বৈরশাসক শেখ হাসিনাকে অপসারণ করা হয়েছে। দেশে শান্তি প্রতিষ্ঠা ও সমাজের উন্নয়নে বিএনপি সবসময় জনগণের পাশে আছে। বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চললেও কোনো ষড়যন্ত্রে বিএনপির ঐক্য বিনষ্ট করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে দেশ গড়তে হবে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে।

বক্তারা আরো বলেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের সকল অন্যায় ও দুর্নীতির বিচার বাংলার মাটিতেই করতে হবে।

সমাবেশ শুরুর আগে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন দোয়া পরিচালনা করেন। এ সময় হাজারো নেতাকর্মীর ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

সমাবেশ শেষে বিজয় র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল সহ সকল অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন