ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
ফেব্রুয়ারিতে রোজার আগে ভোট করতে ইসিকে ‘চিঠি দেবেন’ ইউনূস
Scroll
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক এনসিপির কেন্দ্রীয় নেতাদের
Scroll
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
Scroll
‘৫ আগস্ট’ হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
ই-রিটার্নে করদাতাদের ব্যাপক সাড়া, প্রথম দিন ১০ হাজার দাখিল
Scroll
গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
Scroll
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে
Scroll
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের

মিডিয়াতে বিএনপি ও বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র চলছে: আফরোজা খানম

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭:১৭, ৫ আগস্ট ২০২৫

মিডিয়াতে বিএনপি ও বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র চলছে: আফরোজা খানম

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, মিডিয়াতে বিএনপি ও বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র চলছে। যাতে করে ধানের শীষ ক্ষমতায় আসতে না পারে। কারণ ধানের শীষের যে জনপ্রিয়তা তা দেখে কেউ কেউ ঈর্ষাকাতর হয়ে যাচ্ছে, তারা ভয় পাচ্ছে। কিন্তু আমাদের কাজ আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাটুরিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ (৫ আগষ্ট) দুপুরে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজারে এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আফরোজা খানম রিতা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচারে হামলা-মামলার শিকার হয়ে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে চলেছি। ছাত্র-জনতাকে সাথে নিয়ে আমাদের এই বিজয়ে স্বৈরাচার সরকারের অবসান হয়েছে। আমরা এখন নিজেদের মধ্যে কোন বিভেদ না রেখে সকলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করব। দীর্ঘ ১৭ বছর দল আমাদের জন্য যা করেছে এখন আমাদের দলকে দেবার পালা।

জুলাই আন্দোলনে সকল শহীদ ও আহতদের জন্য সমবেদনা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। দেশের মানুষ তাদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে কৃষক, শ্রমিক, দিনমজুর সকলে একত্রিত হয়ে রাজপথে নেমে আন্দোলন করেছে। সেই আন্দোলনে নির্বিচারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। অমানুষিক এই নির্যাতন দেখে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাজলিস মাখনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সবাইক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, আ. তা. ম. জহির আলম খান লদি, আব্দুল বাতেন মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ‌।

এর আগে সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন আফরোজা খানম রিতা।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন