শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬:১৯, ৫ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ক এক সম্মেলন। কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন, তাদের ত্যাগ জাতি কখনও ভুলবে না। তাদের রক্তের বিনিময়েই এসেছে গণতন্ত্রের প্রত্যাশা। ইতিহাস থেকে তাদের নাম মুছে ফেলা যাবে না।
সম্মেলনে ‘জুলাই যোদ্ধা’ ও তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। আলোচনা শেষে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে সকাল ৯টায় কুমিল্লা নগরের উত্তর রামপুর এলাকায় শহীদ মাসুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন।
এদিকে ৫ আগস্ট সরকারি ছুটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন স্থানে র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে