শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫০, ৫ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মঙ্গলবার দুপুর উপজেলার বাঘাইহাট সাজেক সড়কের মাচালং বাজার ব্রীজের পাশের সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যায়। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এর ফলে সাজেকে প্রায় একশর কিছু বেশি পর্যটক আটকা পড়ে। এবং সাজেক যেতে চাওয়া আরো প্রায় দুইশত পর্যটক দীঘিনালা পাড়ে আটকে পড়ে মাচালং বাজার থেকে খাগড়াছড়ি ফেরত যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন। তিনি জানান, গতকাল (সোমবার) খুব বেশি পর্যটক সাজেক যায়নি। যাদের জরুরী প্রয়োজন ছিল তারা মাচালং বাজারে নৌকা পার হয়ে খাগড়াছড়ি ফিরেছে। তবে আজ (মঙ্গলবার) কেউ সাজেক প্রবেশ করেনি। তবে যেসব পর্যটক সাজেক ফেরত এসেছেন, তাদের সর্বনিন্মমূল্যে থাকার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, বৃষ্টি না হলে সড়কের পানি হয়ত কয়েকঘন্টার মধ্যে নেমে যাবে।
খাগড়াছড়ি জিপ মালিক সমিতির অফিসের লাইন ম্যান সৈকত জানান, সকাল থেকে দুপুর অবধি সাজেকের দুইপাড়ে বেশ কিছু গাড়ী মাচালং থেকে ফেরত আসে। সব মিলে ২৫০ থেকে ৩০০ পর্যটক হবে,যার গন্তব্যে পৌঁছাতে পারেনি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে