ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২১ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
ফেব্রুয়ারিতে রোজার আগে ভোট করতে ইসিকে ‘চিঠি দেবেন’ ইউনূস
Scroll
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক এনসিপির কেন্দ্রীয় নেতাদের
Scroll
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
Scroll
একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
Scroll
‘৫ আগস্ট’ হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
ই-রিটার্নে করদাতাদের ব্যাপক সাড়া, প্রথম দিন ১০ হাজার দাখিল
Scroll
গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের
Scroll
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে
Scroll
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তজুমদ্দিনে বিএনপির বর্ণাট্য র‍্যালি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩৫, ৫ আগস্ট ২০২৫

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তজুমদ্দিনে বিএনপির বর্ণাট্য র‍্যালি

ছবি: ঢাকা এক্সপ্রেস

জুলাই মাসব্যাপী গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় দিবস’ উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

উপজেলা বিএনপির আয়োজনে সকাল ১০টায় তজুমদ্দিন সদর বাজার এলাকা থেকে শুরু হয়ে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজয় র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং 'গণতন্ত্র মুক্তির সংগ্রাম চলবে', 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'—এমন স্লোগানে মুখর করে তোলে পুরো উপজেলা সদর।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু বলেন, ‘৫ আগস্ট কোনো সাধারণ দিন নয়। এই দিন ইতিহাসের গর্বিত অংশ। তৎকালীন ছাত্র-জনতা যেভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল, আজকের তরুণ প্রজন্মকেও সেই সাহসিকতা নিয়ে গণতন্ত্রের জন্য রাস্তায় নামতে হবে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু বলেন, ‘১৯৯০-এর গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট পর্যন্ত ছাত্র ও জনতার ঐক্যই বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের পথ তৈরি করেছে। আওয়ামী শাসনামলে দেশে যে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম হয়েছে, তা প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বিজয়ের দিনটিকে সামনে রেখে আমাদের নতুন প্রত্যয়ে জেগে উঠতে হবে।’

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়। অনেকেই বাংলাদেশ জিন্দাবাদ ও দলীয় স্লোগান সমন্বয়ে ফেস্টুন ও ব্যানার বহন করেন। গোটা অনুষ্ঠান জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয় জনসাধারণের মাঝেও আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্টকে ‘ফ্যাসিবাদের পতন দিবস’ হিসেবে পালন করে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো। এই দিনটির মাধ্যমে তারা গণতন্ত্রের চেতনা ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে থাকে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন