শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৯, ৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৫১, ৬ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
সে সময় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
মিছিলে জেলা যুবদল, শ্রমিকদল, স্বেচ্চাসেবক দল, মহিলা দল, ছাত্রদলের নেতৃবৃন্দ আলাদা আলাদা ব্যানারে অংশগ্রহণ করে।
বক্তারা এ সময় বলেন, বিএনপি গণমানুষের দল; গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে। স্বৈরাচার হাসিনা পলায়নের পর দেশে এখনও যে ষড়যন্ত্র হচ্ছে তা নস্যাত করে দ্রুত ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে । আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, হাসিনার দিল্লিতে বসে কোন ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।
এ বিজয় মিছিলে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে