ঢাকা, বুধবার, ০৬ আগস্ট ২০২৫

২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
তফসিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
হাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ দিল এনসিপি
Scroll
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট অনুষ্ঠিত হবে: সিইসি
Scroll
তফসিল দেওয়া হবে ভোটের দুই মাস আগে: সিইসি
Scroll
গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি
Scroll
ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি
Scroll
বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় ৩০ আসামির বিচার শুরু
Scroll
বিমান বিধ্বস্তের ১৫ দিন পর উত্তরার মাইলস্টোন কলেজে পাঠদান শুরু
Scroll
নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
Scroll
আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রয়াণবার্ষিকী
Scroll
হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ

জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম: নাসিরুদ্দীন পাটওয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:০৬, ৫ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:০৬, ৫ আগস্ট ২০২৫

জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম: নাসিরুদ্দীন পাটওয়ারি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কয়েকজন নেতা কক্সবাজার গেছেন—বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন খবর ছড়ালেও একে ‘গুজব’ বলে দাবি করেছেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারি।

তিনি বলেন, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি।’

বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ‘হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি।’

মি. পাটওয়ারি বলেন, ‘এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগান্ডা।’

তার দাবি, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকাই ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।’

এদিকে জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি চলাকালীন সময় এনসিপি নেতাদের এই সফর নিয়েও প্রশ্ন উঠেছে।

তারা সেই কর্মসূচিতে অংশ নেবেন কি না, এমন প্রশ্নে নাসিরুদ্দীন পাটওয়ারি বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।’

তিনি আরো জানান, ‘যাদেরকে বলা হইছে, প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’

মঙ্গলবার দুপুরে এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

গণমাধ্যমে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা ও নাসিরুদ্দীন পাটওয়ারি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতে কক্সবাজার গেছেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন