শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫১, ৯ আগস্ট ২০২৫
অবৈধ বাংলা ড্রেজার, ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (৮ আগস্ট) সকালে মরা পদ্মা এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো বিকল ও সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়।
অভিযানে ধ্বংস হওয়া ড্রেজারগুলোর মধ্যে রয়েছে— দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় দুটি, একই ওয়ার্ডের গফুরের দোকানসংলগ্ন স্থানে একটি, ৬ নম্বর ওয়ার্ডের সৈদালী পাড়ায় একটি এবং ৪ নম্বর ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া প্রাইমারি স্কুলের সামনে আরো একটি।
অভিযান প্রসঙ্গে ইউএনও নাহিদুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। অবৈধভাবে বালু উত্তোলন রোধে জনস্বার্থে নিয়মিতভাবে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকা এক্সপ্রেস/ইউকে