শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৮, ৯ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
দিনটির সূচনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি উষাতন তালুকদার। এ ছাড়া শিক্ষাবিদ শিশির চাকমা, নারী সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব ইন্টু মনি তালুকদার বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর ২৭ বছর পেরিয়ে গেলেও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। এর ফলে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন, তবে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। তার মতে, নির্বাচন আয়োজন অনেকাংশেই যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করছে। পাশাপাশি, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য তিনি সম্পূর্ণভাবে ইউপিডিএফকে দায়ী করেন।
আলোচনা সভা শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর পুরুষ ও নারী অংশগ্রহণ করেন, পরিধান করেন তাদের ঐতিহ্যবাহী পোশাক, হাতে থাকে নিজস্ব বাদ্যযন্ত্র, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে