ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম
Scroll
ইতালিতে বিএনপি নেতাসহ ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ
Scroll
নির্বাচন কমিশন রবিবার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে
Scroll
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
আসন্ন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Scroll
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই ছয়জনকে অব্যাহতি
Scroll
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন

নানা আয়োজনে রাঙামাটিতে আদিবাসী দিবস উদযাপন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪৮, ৯ আগস্ট ২০২৫

নানা আয়োজনে রাঙামাটিতে আদিবাসী দিবস উদযাপন

ছবি: ঢকা এক্সপ্রেস

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে নানা বর্ণাঢ্য আয়োজন। শনিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আয়োজন করা হয় একটি রঙিন শোভাযাত্রা।

দিনটির সূচনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি উষাতন তালুকদার। এ ছাড়া শিক্ষাবিদ শিশির চাকমা, নারী সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব ইন্টু মনি তালুকদার বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর ২৭ বছর পেরিয়ে গেলেও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। এর ফলে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন, তবে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। তার মতে, নির্বাচন আয়োজন অনেকাংশেই যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করছে। পাশাপাশি, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য তিনি সম্পূর্ণভাবে ইউপিডিএফকে দায়ী করেন।

আলোচনা সভা শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর পুরুষ ও নারী অংশগ্রহণ করেন, পরিধান করেন তাদের ঐতিহ্যবাহী পোশাক, হাতে থাকে নিজস্ব বাদ্যযন্ত্র, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন