শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ২১:৩৭, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:০৩, ৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
কলেজের সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পরেশ চন্দ্র হাজরা, শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, নজরুল ইসলাম, নাজনীন আকবার, ইমরানুল হক মিশা, শিক্ষার্থী আলী আকবারী মালিহা, আশিকুর রহমান, প্রজ্ঞা বিশ্বাস সহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই আন্তরিকভাবে কাজ করলে কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন সম্ভব। পাশাপাশি কলেজে ডিগ্রি পর্যায়ে পাঠদান শুরু করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে