শিরোনাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৪, ১০ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মানববন্ধনে উপস্থিত বক্তারা সাংবাদিক তুহিন ও সাগর সারোয়ার ও মেহেরুন রুনি সহ দেশের সকল সাংবাদিক হত্যার ঘটনাকে নিন্দা জানিয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি হাসিম রেজা দানিছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক ইনকিলাবের একেএম মোহাম্মদ আলী, দৈনিক যুগান্তরের মশিউর রহমান সুমন, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি শাহীন আহমেদ, দৈনিক রুপান্তর প্রতিদিনের খায়রুল ইসলাম ফকির, দৈনিক সংগ্রামের শামসুল হক প্রমুখ।
এ ছাড়াও সাবেক পৌর মেয়র এসএম মাহবুবুর রহমান, বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক আলাল মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানসুরুল হক রবিন, জুবায়ের বয়ান, দৈনিক দেশ বার্তার জাকারিয়া আলম ও দৈনিক আজকের ময়মনসিংহের ফরিদ উদ্দিন আহমেদ সহ আরো অনেকে মানববন্ধনে উপস্থিত হয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও শাস্তির দাবিতে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে