কুমিল্লা সীমান্তে আবারও বড় সফলতা অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনী প্রায় ৫০ লাখ টাকার অবৈধ ভারতীয় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করেছে। শনিবার (৯ আগস্ট) গভীর রাতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা এসব ট্যাবলেট ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
রবিবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, চোরাচালান ও সীমান্তবর্তী অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে শনিবার রাতে বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৩ লাখ ৩১ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট উদ্ধার করে।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৬৮ হাজার টাকা। তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত ট্যাবলেট কাস্টমসের নিয়ম অনুযায়ী জমা দেওয়া হবে।