শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৮, ১০ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রথম ব্যাচের শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয় জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিসুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. কামাল হোসেন, পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অস্থায়ী ছাত্র হলের প্রভোস্ট ড. এম. এম. আয়ুব হুসাইন, সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অনেক ভালো ফলাফল করেও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি, কিন্তু তোমরা ভর্তি হতে পেরেছো—এ জন্য তোমাদের শুভেচ্ছা জানাই। তোমাদের আমি ভাগ্যবানই বলব। তবে এটা কেবল সফলতার একটি ধাপ; সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে আরো অনেক বড় লক্ষ্য ও অর্জন। আমরা সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে যাব।’ তিনি একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত প্রার্থনা করেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে