শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১:২৮, ১০ আগস্ট ২০২৫
প্রতীকী ছবি
পরিবার জানায়, তিন দিন আগে রিফাত লাকসাম উপজেলার কালিয়াপুর গ্রামের নানাবাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি ব্যর্থ হওয়ায় লাকসাম থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। মনোহরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মনোহরগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটি পানিতে ডুবে মারা গেছে নাকি হত্যা করা হয়েছে, তা ফরেনসিক রিপোর্টে জানা যাবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত ৮ আগস্ট থেকে শিশু রিফাত নিখোঁজ ছিল।
ঢাকা এক্সপ্রেস/ইউকে