শিরোনাম
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৬, ১০ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার (১০ আগস্ট) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরো বলেন, দল যখন দুঃসময়ে পড়েছিল, তখনও আমরা ১৭ বছর ঘাত-প্রতিঘাত পেরিয়ে দলের জন্য কাজ করেছি। আমাদের নেতাকর্মীরা শত কষ্ট সত্ত্বেও দলের প্রতি দৃঢ় থাকেন এবং দেশের জনগণের কল্যাণে কাজ করে চলেছেন। আমরা জনগণের ভালোবাসায় বেঁচে আছি। তারেক রহমান দেশের বাইরে থেকে দলকে ঐক্যবদ্ধ রেখে নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে পরিচালনা করছেন। আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে নিজেদের গর্বিত মনে করি।
তিনি আরো উল্লেখ করেন, মানিকগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গভীর সম্পর্ক রয়েছে। নবগ্রাম এলাকায় তিনি সহজ সরল মানুষের সঙ্গে মিশেছিলেন। কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে নির্মিত শিশু পার্কটি বর্তমান আওয়ামী লীগ সরকার অযত্ন ও অবহেলায় ফেলে রেখেছে। আমরা শীঘ্রই সেটিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলবো যাতে কোমলমতি শিক্ষার্থীরা সেখানে মুক্ত বাতাসে হাঁটাচলা করতে পারে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি শিশু পার্কটি পরিদর্শন করেন আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে নবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমন সভাপতিত্ব করেন। এ ছাড়া মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাবেক ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে