শনিবার বিকাল ৪টায় তজুমদ্দিন থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। অনুষ্ঠানে তিনি সরাসরি জনগণের অভিযোগ ও মতামত শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মাদক, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া আলোচিত বাক প্রতিবন্ধী মো. কবিরের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার, থানা অফিসার ইনচার্জ মহাব্বত খান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জনগণের সাথে সরাসরি যোগাযোগ ও মতামত আদান-প্রদানের মাধ্যমে পুলিশি সেবা আরও উন্নত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।