ঢাকা, রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
৬-১ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল বাংলাদেশি মেয়েরা
Scroll
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি
Scroll
‘শূন্য’ রিটার্নের বিধান নেই, দিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর
Scroll
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আজ
Scroll
ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা
Scroll
ঢাকার নিউ মার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
Scroll
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ট্রাকে মিলবে টিসিবি’র পণ্য
Scroll
খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
Scroll
এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
Scroll
কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে ঊর্মি খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার
Scroll
প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪৬৬
Scroll
ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৮:৩৭, ১০ আগস্ট ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শুরু করা মহাসড়ক অবরোধ কর্মসূচি (১০ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে প্রত্যাহার করেছে। এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়। ঢাকা–পাবনা, ঢাকা–রাজশাহী ও ঢাকা–বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল শুরু হওয়ায় যাত্রী ও চালকদের ভোগান্তি কমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ জানান, সকাল ১১টার দিকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি দুপুর ১২টা ৪০ মিনিটে শেষ হয়। অবরোধ চলাকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় উত্তরবঙ্গমুখী ও ঢাকামুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বড় ধরনের সমস্যার মুখোমুখি হন।

এর আগে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং মহাসড়ক অবরোধের মাধ্যমে দাবি জানিয়েছিলেন। গত ২৬ জুলাই থেকে এই আন্দোলন শুরু হলেও সাম্প্রতিক ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার পর দ্রুত সমাধান না পেয়ে তারা আজ পুনরায় অবরোধে নামেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠার প্রায় নয় বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়টি এখনও ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা এবং ১০৭ কর্মচারী নিয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা বিভাগে একাডেমিক কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য প্রশাসন নানান প্রকল্প প্রস্তাবনা দিয়েও অনুমোদন পায়নি।

২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে নীতিগত অনুমোদনের পর্যায়ে রয়েছে। শিক্ষার্থীরা সরকারকে সতর্ক করে বলেছেন, দ্রুত অনুমোদন ও কাজ না করলে তারা কঠোর আন্দোলনে ফের নামবেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন