ঢাকা, রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
৬-১ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল বাংলাদেশি মেয়েরা
Scroll
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি
Scroll
‘শূন্য’ রিটার্নের বিধান নেই, দিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর
Scroll
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আজ
Scroll
ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা
Scroll
ঢাকার নিউ মার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
Scroll
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ট্রাকে মিলবে টিসিবি’র পণ্য
Scroll
খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
Scroll
এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
Scroll
কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে ঊর্মি খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার
Scroll
প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪৬৬
Scroll
ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

নির্বাচন ১১ সেপ্টেম্বর

জাকসুর খসড়া ভোটার তালিকা ও আচরণ বিধি প্রকাশ

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৮, ১০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:১২, ১০ আগস্ট ২০২৫

জাকসুর খসড়া ভোটার তালিকা ও আচরণ বিধি প্রকাশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫-এর তফশিল ঘোষণা করা হয়েছে। রবিবার, ১০ আগস্ট বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেয়া হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা ও বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম তফশিল ঘোষণার দায়িত্ব পালন করেন।

জাকসু গঠনতন্ত্রের ধারা ৮ (খ) অনুযায়ী ১০ আগস্ট ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। এরপর ১৪ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কার্যালয়ে আপত্তি ও মতামত গ্রহণের সুযোগ থাকবে।

১৭ আগস্ট বিকাল ৪টায় চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া চলবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে এবং ২৫ আগস্ট বিকাল ৪টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৬ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈধতা ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে, ২৭ আগস্ট একই সময় শুনানি ও রায় ঘোষণা হবে।

২৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৯ আগস্ট বিকাল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। একই দিন বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বৈধ প্রার্থীরা নির্বাচনি প্রচারণা করতে পারবেন।

অবশেষে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে বিরতিহীনভাবে ভোট গণনা শুরু হবে এবং প্রতি দুই ঘণ্টায় ফলাফলের আপডেট প্রকাশ করা হবে।

তফশিল ঘোষণা শেষে ২১টি হলের হল সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়, যা রিটার্নিং কর্মকর্তারা জানান।

জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। সেনাবাহিনীর নবম ডিভিশন, সেনাপ্রধান, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর প্রধানদের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।’

তফশিল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং সভা সমাপ্ত হয়।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন