শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫:২১, ১০ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা বেড়েছে ৬৭ জনের। আগে জিপিএ-৫ পাওয়া ৯১ জনের বিষয়ভিত্তিক গ্রেডে পরিবর্তন এসেছে। তবে পুনর্নিরীক্ষণের পরও ৫৭ জন ফেল করা পরীক্ষার্থীর ফল অপরিবর্তিত রয়েছে।
বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। এরপর ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
মোট ৩৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী ৭৫ হাজার ৮৭৭টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। প্রতি পত্রের ফি ছিল ১৫০ টাকা।
এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। মূল ফলাফলে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। পুনর্নিরীক্ষণের ফলে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বেড়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে