বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া নিজের ছবি প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ।
রবিবার (১০ আগস্ট) দুপুরে সিংগাইর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নয়াডাঙ্গী কাঁচা ও পাকা মালের আড়তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিল্টন মাহমুদ জানান, গত ৮ আগস্ট ঢাকার সদরঘাট এলাকায় শ্রমিকদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংশ্লিষ্ট একটি ঘটনার সংবাদ দৈনিক যায়যায়দিন, দৈনিক ইত্তেফাক, ঢাকা পোস্ট ডটকম সহ একাধিক জাতীয় ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ছবি ব্যবহারের বদলে তার ছবি প্রকাশ করা হয়েছে, যা তিনি মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৮ আগস্ট ২০২৫ তারিখে কয়েকটি জাতীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে কোনরূপ যাচাই-বাছাই ছাড়া আমার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে। আমি মনে করি এটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। রাজনৈতিক প্রতিপক্ষ আমার দীর্ঘদিনের স্বচ্ছ রাজনীতিকে কলুষিত করে দলে সম্মান ক্ষুণ্ন করার জন্য এই মিথ্যাচার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নূর আলম বাবুল, সহ-সভাপতি মো. আক্রাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব হৃদয় আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, ছাত্রদল নেতা রুহুল আমিন আনসারী, ফারুক হোসেন প্রমুখ।