শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:১৫, ১০ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার (১০ আগস্ট) রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় আমজাদ মারা গেছেন এবং অন্য তিন জেলেরও অবস্থার অবনতি হয়েছে। তাদের মধ্যে ফারুক হোসেনের শরীরের ৪৫ শতাংশ, আবুল খায়েরের ৩৫ শতাংশ ও গণি খাঁর ৫০ শতাংশ শরীর পুড়ে দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত আমজাদ রায়পুর উপজেলার চরবংশী এলাকার সৈয়দ আহমদের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে বয়ারচর ব্রিজঘাট এলাকায় নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হয়। ঘটনাকালে নৌকায় পাঁচ জন জেলে ছিলেন, যাদের মধ্যে একজন নদীতে ঝাঁপিয়ে পড়ে বাঁচেন। বাকিরা দগ্ধ হন। গুরুতর আহত আমজাদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দগ্ধ অন্যরা হলেন আবুল খায়ের (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক হোসেন (৩৯)। তারা রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা এবং পেশায় জেলে। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে