যশোরের অভয়নগরে বিশেষ অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. ইউসুফ বিশ্বাস (৩০) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে বাগদাহ এলাকার করিম বিশ্বাসের বসতবাড়ির দক্ষিণ দুয়ারের টিনের দোচালা ঘরের মেঝেতে পুঁতে রাখা ড্রাম থেকে এসব মাদক উদ্ধার করা হয়। করিম বিশ্বাস মৃত হাজের আলী বিশ্বাসের ছেলে।
ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এএসআই মো. নাজমুল ইসলাম, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে আটক আসামি ও পলাতক আরো একজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ইউসুফ বিশ্বাসকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।