শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৯, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:১২, ৯ আগস্ট ২০২৫
নিহত সাংবাদিক তুহিন, ছবি: সংগৃহীত
শনিবার দুপুরে প্রতিনিধিদের পাঠানো ছবি ও সংবাদে জানা যায়, স্থানীয় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, গোটা সমাজ ও গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এ ধরনের ঘটনা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাই দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তৃতা দেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক, সিনিয়র সাংবাদিক, আইনজীবী এবং মানবাধিকারকর্মীরা। বক্তারা আরো বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে