শিরোনাম
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:৫০, ৯ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত, প্রতীকী
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় পারিবারিক কলহের একপর্যায়ে মানিক ও সুবাসী দুজনই একসঙ্গে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেলে দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবাসী রানী রায়কে মৃত ঘোষণা করেন। পরে মানিক রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু রাত আনুমানিক সাড়ে চারটার দিকে পথেই তিনি মারা যান।
খবর পেয়ে শনিবার সকালে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্য রাজ কিশোর রায় জানান, প্রায় ১৬-১৭ বছর আগে মানিক ও সুবাসীর বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। অভাব-অনটন ও সন্তান না হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, এই কারণেই তারা জীবন শেষ করার পথ বেছে নিয়েছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে