শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:১০, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:১১, ৯ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ‘পরিবর্তন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপনারা লক্ষ্য করলে দেখবেন, তদন্ত কার্যক্রম থেকে শুরু করে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি নতুন কোনো অভিযোগ পাওয়া যায়, তবে তা নিয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ‘
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা চাই আরো ভালো অবস্থা তৈরি হোক, সে লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ‘পরিবর্তন’-এর আহ্বায়ক মাসুম বাবর হিরো, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, শৈলকুপা বাঘিনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
ঢাকা এক্সপ্রেস/ইউকে