শিরোনাম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৬, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৫৯, ৯ আগস্ট ২০২৫
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছবি: ঢকা এক্সপ্রেস
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, শুধু স্টেডিয়াম উদ্বোধন করলেই দায়িত্ব শেষ নয়, বরং এর সঠিক ও নিয়মিত ব্যবহারের মাধ্যমে খেলাধুলার প্রসার নিশ্চিত করতে হবে। সব মিনি স্টেডিয়াম যেন খেলাধুলার উপযোগী থাকে, তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে এবং ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরো বলেন, এ মিনি স্টেডিয়ামগুলো যেন শুধুমাত্র খেলাধুলার কাজে ব্যবহার হয়, তা নিশ্চিত করতে হবে। ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের জন্য এখানে অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে হবে। এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক সহ সব ধরনের অশুভ প্রবণতা দূর করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি উপজেলার খেলার মাঠ ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার জন্য মন্ত্রণালয় কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে