ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচন কমিশন রবিবার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে
Scroll
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
আসন্ন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Scroll
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই ছয়জনকে অব্যাহতি
Scroll
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন

দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে: আসিফ মাহমুদ

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৫:৫৬, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৫:৫৯, ৯ আগস্ট ২০২৫

দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করা হবে: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ছবি: ঢকা এক্সপ্রেস

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলা সহ ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, শুধু স্টেডিয়াম উদ্বোধন করলেই দায়িত্ব শেষ নয়, বরং এর সঠিক ও নিয়মিত ব্যবহারের মাধ্যমে খেলাধুলার প্রসার নিশ্চিত করতে হবে। সব মিনি স্টেডিয়াম যেন খেলাধুলার উপযোগী থাকে, তা নিশ্চিত করতে হবে। তিনি জানান, সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে এবং ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এ মিনি স্টেডিয়ামগুলো যেন শুধুমাত্র খেলাধুলার কাজে ব্যবহার হয়, তা নিশ্চিত করতে হবে। ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের জন্য এখানে অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে হবে। এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক সহ সব ধরনের অশুভ প্রবণতা দূর করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি উপজেলার খেলার মাঠ ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার জন্য মন্ত্রণালয় কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন