শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৩, ৯ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকরাম রেজা, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল ইসলাম, জেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্যা বখতিয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সরদার শাহিনুল আলম, বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান, যুবদল নেতা গোলাম মশরুর পল্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুল ইসলাম মাহি, পৌরসভার সাবেক কাউন্সিলর জুয়েল সরদার, কালিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক গোবিন্দ বর্মণ, তাঁতীদলের উপজেলা সভাপতি সরদার তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা ওয়ালিউল্লাহ জনি, বিএনপি নেতা কুদ্দুস বিশ্বাস সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটেছে এবং স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। এ অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করতে হবে। তবে তারা সতর্ক করে বলেন, কালিয়া উপজেলা ও পৌর বিএনপির মধ্যে কিছু ব্যক্তি গ্রুপিং করে বিভেদ সৃষ্টি করেছেন, যা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এই ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভালো হবে না, কারণ নেতাকর্মীরা ইতিমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছেন
ঢাকা এক্সপ্রেস/ইউকে