শিরোনাম
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৮, ৯ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
শনিবার (৯ জুলাই) ভোরে সীমান্তের পুটখালি এলাকা থেকে অস্ত্র সহ তাকে আটক করা হয়। আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য পুটখালি এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়।
খুলনা-২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র ও গুলি সহ আক্তারুলকে আটক করা হয়েছে। পরবর্তীতে আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে