শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২:০১, ৯ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে সেলিম রেজা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা গ্রাম পরিদর্শনে যান। কয়েকদিন আগে এ গ্রামে সংঘটিত ভয়াবহ টর্নেডো অসংখ্য পরিবারকে গৃহহীন ও আর্থিকভাবে বিপর্যস্ত করে তোলে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি ওই গ্রামের ১১টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন। পাশাপাশি আরো ১২টি পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেন।
সহায়তা বিতরণ কার্যক্রমে সেলিম রেজার সঙ্গে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রভাষক আ. সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা সেলিম রেজার এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে তার সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নতুন করে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, এ ধরনের সহানুভূতিশীল পদক্ষেপ সামাজিক সংহতি ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে