শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৩, ৯ আগস্ট ২০২৫
যুক্তরাজ্যের মেডিকেল টিম, ছবি: সংগৃহীত
জরুরি চিকিৎসা প্রদানে বিশেষায়িত এই টিমের সদস্যরা। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয় সদস্যের এই মেডিকেল টিমে রয়েছেন অত্যন্ত অভিজ্ঞ ক্লিনিক্যাল বিশেষজ্ঞরা। তাদের মধ্যে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন।
আগামী তিন সপ্তাহ ধরে এই দলের সদস্যরা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন। তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিচর্যা ও পুনর্বাসন সেবা প্রদান করবেন।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই মর্মান্তিক ঘটনার শিকারদের সঙ্গে যুক্তরাজ্য সংহতি প্রকাশ করছে এবং সহায়তার হাত বাড়িয়ে দিতে চায়। আমি নিশ্চিত, যুক্তরাজ্যের এই বিশেষায়িত মেডিকেল টিমের চিকিৎসা আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য ও পুনর্বাসনে সহায়ক হবে।
গত ২১ জুলাই কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭-বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা বহু প্রাণ কেড়ে নেয়-হতাহতদের অধিকাংশই শিশু। ইতোমধ্যে চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে আহতদের চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম ঢাকায় এসেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে