ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫

১৫ শ্রাবণ ১৪৩২, ০৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সাইবার হামলার শঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
Scroll
৩৯ আসনের সীমানায় পরিবর্তন: গাজীপুরে বেড়েছে, বাগেরহাটে কমেছে
Scroll
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস
Scroll
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড
Scroll
রংপুরে গঙ্গাচড়ায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
Scroll
রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
Scroll
রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার
Scroll
রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা
Scroll
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য; কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমারের ঘোষণা
Scroll
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল নারী দল

ই-সিগারেট উৎপাদনকারী কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪৮, ২৯ জুলাই ২০২৫

ই-সিগারেট উৎপাদনকারী কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের সুরক্ষা এবং সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) যন্ত্র ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন কারখানা স্থাপনের অনুমতি না দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। সরকারের এই সিদ্ধান্তের ফলে যেমন ই-সিগারেট আমদানিতে নিষেধাজ্ঞা বহাল থাকছে, তেমনি দেশে এর যন্ত্রাংশ বা পণ্যের উৎপাদন কারখানা স্থাপনও নিষিদ্ধ হলো, যা দেশের তরুণ সমাজকে তামাকজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতে কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ, এবং বর্তমানে এই শ্রেণির মধ্যে ই-সিগারেট বা ভেপিংয়ের ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে। তামাক কোম্পানিগুলো ই-সিগারেটকে সিগারেটের কম ক্ষতিকর বিকল্প হিসেবে উপস্থাপন করে তরুণদের আকৃষ্ট করতে চাচ্ছে, যা ভবিষ্যতে আরও মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ এফসিএমএ স্বাক্ষরিত একটি নির্দেশনায় ই-সিগারেটসহ সংশ্লিষ্ট যন্ত্র ও পণ্যের কোনো কারখানা স্থাপনে অনুমতি না দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনার আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই ইলেকট্রনিক সিগারেটকে মানবদেহের জন্য ক্ষতিকর হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ভারত, হংকংসহ বিশ্বের ৪২টি দেশ ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এবং আরো ৫৬টি দেশ এর আমদানি ও বিক্রয়ের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

বাংলাদেশ সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল পণ্য নিষিদ্ধ করার দায়িত্ব রাষ্ট্রের। এ ছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নং ২০৪-২০৫/২০০১ অনুযায়ী দেশে তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনার নির্দেশনা রয়েছে। এই রায়ে নতুন কোনো তামাক কোম্পানি অনুমোদন না দেওয়ার নির্দেশও অন্তর্ভুক্ত।

বাংলাদেশ তামাক বিরোধী জোট ও অন্যান্য তামাকবিরোধী সংগঠনসমূহ দীর্ঘদিন ধরেই দেশে ই-সিগারেটের আমদানি, উৎপাদন ও বিপণন নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল। সরকার এবার সেই দাবি বাস্তবায়নের পথে আরো একধাপ অগ্রসর হলো।

বাটা মনে করে, সরকারের এই নীতিগত সিদ্ধান্ত জনস্বাস্থ্য রক্ষায় ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন