শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮:২০, ৩০ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লা ব্যাটালিয়ান (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বিজিবি সদস্যরা রসুলপুর এলাকায় অভিযান চালান। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যান।
অভিযানে মোট চার লাখ ৭৫ হাজার ৮৪০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা। বিজিবি জানায়, এসব বাজি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল এবং তা স্থানীয়ভাবে বাজারজাত করার প্রস্তুতি চলছিল।
বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়, জব্দকৃত বাজিগুলো নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা না গেলেও চোরাকারবারিদের শনাক্তে কাজ করছে বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো।
ঢাকা এক্সপ্রেস/ইউকে