শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২০:২২, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ২০:২৩, ৩০ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার (৩০ জুলাই) সকালে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ডলার ব্যবসার সূত্র ধরে গত ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে শরীয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় এসআই রইজুল আলম নিজেই বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্তকালে লাশের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। পরে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে বাবু খান। দীর্ঘ তদন্তের পর পুলিশ খুনের সঙ্গে জড়িত দুই আসামিকে শনাক্ত করে। পুলিশ মামলাটি তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, এই হত্যা মামলাটির রহস্য উদঘাটন করে আদালতে উপস্থাপন করে পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে