ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু, আহত ৪ গ্রাম পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১:১৮, ৩০ জুলাই ২০২৫

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু, আহত ৪ গ্রাম পুলিশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন গ্রাম পুলিশ সদস্য।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. এরশাদ আলী (৬৫), তিনি রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষীকোলা আইড় পাড়া গ্রামের বাসিন্দা ও মৃত রমজান আলীর পুত্র। আহতরা হলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য শ্রী আনন্দ চরণ দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস এবং মো. রায়হান আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক এরশাদ আলী মারা যান। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই সিএনজির চালক পালিয়ে যান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা জানান, দুর্ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন