শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০:৪০, ৩০ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি।
তিনি বলেন, আমার সামনে বসে থাকা শিক্ষার্থীরাই বাংলাদেশ গড়ার হাতিয়ার। আজ যারা সংস্কৃতির নামে পশ্চিমা অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে, তারা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। শিবির চায় এমন একটি শিক্ষা ব্যবস্থা, যা মানুষকে নৈতিকতা, সামাজিকতা ও মর্যাদার শিক্ষায় গড়ে তুলবে।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত করে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী। তিনি বলেন, শিবির এখন আর শুধু একটি সংগঠন নয়, এটি মানুষ গড়ার একটি প্রতিষ্ঠান। তারা যদি স্বমহিমায় জেগে থাকে, তবে বাংলাদেশকে পেছনে নিতে কোনো অপশক্তির সাহস হবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাছান আহমেদ, সাবেক সভাপতি মো. মহিউদ্দীন মজুমদার, কলেজের সাবেক জিএস মো. সানাউল্লাহ মজুমদার, সাবেক এজিএস ও অধ্যাপক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মনির হোসেন এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি বিল্লাল হোসেন।
অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কলেজের শতাধিক নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে